ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক। 

মেঃ সুমন ইসলাম প্রামাণিক, ডোমার নীলফামারী প্রতিনিধি। নীলফামারী জেলা পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ এর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ও মহিলা) ও কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।
নীলফামারী জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি পঙ্কজ ঘোষ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাছাই কমিটির সদস্য সচিব এএম শাহজাহান সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৪শে সেপ্টেম্বর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশিত হয়।
এতে জায়গা করে নিয়েছেন ডোমারের তিন শিক্ষক। প্রাথমিক শিক্ষা পদকের নীলফামারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ বদরে আলম, সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে পশ্চিম বোড়াগাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোকসানা পারভীন ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এছাড়া শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে সদরের শাহিদ মাহমুদ, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সৈয়দপুরের ফয়সাল রায়হান, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হিসেবে পিটিআইয়ের জগদিশ চন্দ্র রায়, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সৈয়দপুরের জাকির হোসেন সরকার, শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর ডিমলার মাসুদ করিম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সদরের নুরুজ্জামান, শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে সৈয়দপুরের নূর ই আজম, শ্রেষ্ঠ এসএমসি সদরের দুহুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাই, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে সদরের বড় সংগলশী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে সৈয়দপুরের ডাঙ্গারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিবলি বেগম ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে কিশোরগঞ্জের নয়ন খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলাম মওলা নির্বাচিত হয়েছেন।

You must be Logged in to post comment.

ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ আটক ৭     |     রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |