শিক্ষক হতে চায় চাঁপাইনবাবগঞ্জের সাফিয়াতুস নবী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আশ সাফিয়াতুস সায়েরা নবী বিশাল চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক ডি.এম তালেবুন নবী ও সায়েরা নবীর একমাত্র মেয়ে। গত শনিবার ঘোষিত ফলাফলে ৩ দশমিক ৫৩ পেয়ে কৃতকার্য হন সাফিয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজ থেকে সাফল্যের সাথে ¯œাতক পাস করেছেন তিনি। আশ সাফিয়াতুস সায়েরা নবীর স্বপ্ন একজন আদর্শ শিক্ষক হওয়ার। সফলতার সাথে কৃতকার্য হওয়ায় তাঁর বড় ভাই গণমাধ্যম কর্মী ডি.এম কপোত নবী সকলের কাছে দোয়া কামনা করেছেন। তিনি আরো বলেন, আমার ছোট বোনের ডিগ্রি অর্জন করায় খুব ভাল লাগছে, সে সাফল্যের সাথে ¯œাতক পাস করতে পেরেছে। পড়াশুনা শেষ করে সাফিয়া একজন আদর্শ শিক্ষক হতে চায়। তিনি আরো জানান, সাফিয়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।