শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথবাক্য পাঠ করালেন শিক্ষক


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে উপজেলার কাজিহাল ইউনিয়নের সীমান্ত এলাকার রুদ্রণী স্কুল এন্ড কলেজের সভাকক্ষে শিক্ষার্থীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথবাক্য পাঠ করান,রুদ্রণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাদেকুল ইসলাম।
আয়োজিত সভায় রুদ্রণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওযাসিকুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শাহনেওয়াজ।
এসময় অনুঘটক সংস্থার নির্বাহি পরিচালক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটির সদস্য মো. আনোয়ারুল ইসলাম, জেলা ক্যাব এর নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাব এর সভাপতি মাসউদ রানা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ।