শিবগঞ্জের শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠনের পুরষ্কার বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার শিবগঞ্জের শ্যামপুরের স্থানীয় তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী একটি সাহিত্য সংগঠন “শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠন” এর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা হয়েছে। সোমবার দুপুরে শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রী কলেজে অত্র কলেজের অধ্যক্ষ ফারুক আহ্ম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, শরৎনগর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মালেক, শ্যামপুর মনি ক্যাডেট ইংলিশ একাডেমীর প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন, শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জহরুল ইসলাম ফারুক, অধ্যাপক হাসানুজ্জামান হাসান। মুহাম্মদ রায়হান আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠনের সহ-সভাপতি ওবাইদুল্লাহ্, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন গ্রেট, প্রচার ও লাইব্রেরী সম্পাদক এইচ.এস হাইদার আলী, হিসাব রক্ষক গোলাম আজম সহ অনেকে। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কুইজ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিদের মধ্যে মোট ১৬ জন বিজয়ী শিক্ষর্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, এলাকার তরুণদের নিয়ে গঠিত সাহিত্য সংগঠন “শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠন” বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী প্রচারণা ও মাদকের প্রতিবাদ, রক্তদান কর্মসুচী, এলাকায় অসহায় দুঃস্থদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।