শিবগঞ্জের ৬’শ বোতল ফেন্সিডিল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর-বাগবাড়ি এলাকা থেকে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব জানান, রাস্তার পাশে বস্তা ভর্তি ফেন্সিডিলগুলো পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী শিবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষনিক অপারেশন অফিসার ইনচার্জ মো. কবীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।