শিবগঞ্জে অগ্নিকান্ডে এক শিশুর মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার শিবগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে এক শিশু নিহত হয়েছে। এছাড়া একই ঘটনায় ৩টি গরুরও মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ পৌর এলাকার মরদানার হঠাৎপাড়া গ্রামের সুমন আলীর ছেলে ইসা নবী (৯)। স্থানীয়রা জানায়, হঠাৎপাড়ার এজাবুল হকের গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য একটি পাত্রে রাখা ধুপের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সেই গোয়াল ঘরেই ঘুমিয়ে ছিলেন এজাবুল হকের স্ত্রী ও তাঁর নাতী নবী। আগুন দেখে সবাই নিজ নিজ ঘর থেকে বের হয়ে আসতে পারলেও শিশু নবী ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়। আগুনে গোয়াল ঘরে থাকা তিনটি গরু এবং বাড়ীর অন্য ঘর গুলো পুড়ে ভষ্মিভূত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল মজিদ আকন্দ জানান, এঘটনায় ৯ বছরের শিশু ও তিনটি গরু মারা গেছে এবং প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, খবর পেয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মশা তাড়ানোর জন্য ঘরে ধূপ জালানো ছিল। সেখান থেকে লাগা আগুনে শিশু নবী পুড়ে মারা গেছে।