শিবগঞ্জে এলজিইডি’র নারীকর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষাণাবেক্ষণ কর্মসূচি-২ (আরইআরএমপি-২) এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সহায়তাপ্রাপ্ত ২য় পর্যায়ের মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী। শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলী দপ্তর এলজিইডি’র আয়োজনে উপজেলার ১৫টি ইউনিয়ের ১০জন করে মোট ১৫০জন মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান ভুঁইয়া, উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মকবুল হোসেন, দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলসহ অন্যরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েকশত নারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাংসদ গোলাম রাব্বানী বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকারের আমলে নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সকল ক্ষেত্রেই এ সরকারের আমলে উন্নয়ন হওয়ায় বাংলাদেশ খুব কম সময়ে মধ্যেই মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে। আগামীতে এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।