শিবগঞ্জে চিতা বাঘ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার শিবগঞ্জে একটি চিতা বাঘের বাচ্চা আটক করেছে এলাকাবাসী। এলাকাবাসী ও পুলিশের দেওয়া তথ্য ভিত্তিতে জানা গেছে, উপজেলার মুসলিমপুর এলাকার মাঠে কৃষকদের চোখে পড়ে বাঘটি। এলাকাবাসী জানায়, রবিবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ ও দমকল বাহিনীর সহযোগিতায় দুপুর থেকে প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে একটি জীবিত ও একটি মৃত বাঘের বাচ্চাকে উদ্ধার করে। তবে এই চিতা বাঘের বাচ্চা কোথা থেকে এসেছে এব্যাপারে কেউ ধারণা দিতে পারেনি। এনিয়ে এলাকাবাসী কয়েকদিন থেকে আতঙ্কে ছিলেন। জীবিত বাচ্চাটি সোনামসজিদ গৌড় শিশু পার্কে রাখা হয়েছে।