ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিবগঞ্জে ছিনতাইকারীর হাতে মটরসাইকেল আরোহী জখম ॥ আটক-২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-ভোলাহাট আঞ্চলিক সড়কে সোমবার রাতে উপজেলার কোলমুডাঙা নামক এলাকায় ঔষধ কোম্পানীর এক প্রতিনিধিকে কুপিয়ে জখম করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ব্যক্তি হলেন, লিয়ন ফার্মার বিক্রয় প্রতিনিধি ও নওগাঁ জেলার বাসিন্দা মো. আফজাল হোসেন (৩৮)। এ ঘটনার সাথে জড়িত থাকা ২ ছিনতাইকারীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বিশ্বাসপাড়ার মো. ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২২) ও একই উপজেলার ঘোড়াস্ট্যান্ড এলাকার মতিবুর রহমানের ছেলে সোহাগ (২০)। এদিকে স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৬টার সময় ঔষধ কোম্পানীর কাজ শেষে মো. আফজাল হোসেন মোটরসাইকেল যোগে ভোলাহাট উপজেলা থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন। এসময় শিবগঞ্জ ও ভোলাহাটের শেষ সীমান্তে কোলমুডাঙা এলাকায় পৌঁছামাত্র ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে কুপিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাঁর আত্মচিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁর অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর রাতেই ছিনতাইকারীদের আটক করতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ অভিযান শুরু করে। পরে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড়ে ছিনতাইকারীরা এক সাইকেল আরোহীর গতিরোধ করে টাকা ছিনতাইকালে জনতার হাতে দুজন ছিনতাইকারী আটক হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |