শিবগঞ্জে ফসল ও জৈব সার উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জেলার শিবগঞ্জে ফসল ও জৈব সারের উৎপাদনশীল বৃদ্ধির মাধ্যমে ফলন প্রার্থক্য প্রযুক্তিগত বিষয় নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হল রুমে জাতীয় কৃষি প্রযুক্তি প্রোগ্রাম ফেজ (এনএটিপি-২) এর আওতায় ১১ এবং ১২তম ব্যাচের মোট ৬০ জনকে দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করেন কৃষি অফিসার এস.এম আমিনুজ্জামান। উপজেলার মোট ৩৫টি ব্যাচে অন্তর্ভুক্ত কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান কৃষিবিদ এস.এম আমিনুজ্জামান।