শিবগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ শিবগঞ্জে ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সদস্যরা। আটককৃত ব্যক্তি, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বড়বাড়িয়া বাজিতপুর পূর্বপাড়া গ্রামের মৃত ছানা মিয়ার ছেলে বেলাল হোসেন (২২)। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত (শনিবার) রাত সোয়া ১২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারস্থ গোপালনগর মোড়ে মেসার্স সুমন ফিলিং ষ্টেশনে একজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে একটি মিনি পিকআপ কাভার্ড ভ্যানে বহন করে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের ****নেতৃত্বে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানে রাখা ৮১৩ বোতল ফেনসিডিলসহ বেলালকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।