শিবগঞ্জে বিদেশী মদসহ যুবক আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশী মদসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে তোহরুল ইসলাম(৩০)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার দিবাগত রাত (শুক্রবার) ২টার দিকে থানা পুলিশের একটি দল তোহরুলের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন ঘরের খাটের নীচ হতে ভারতের রয়ের চালেঞ্জ নামের ২৮ বোতল মদ সহ তোহরুল ইসলামকে হাতেনাতে আটক করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।