শিবগঞ্জে বিপুল পরিমাণের ইয়াবাসহ আটক-১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নতুন আলীডাঙ্গা এলাকা থেকে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ ১জনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি, শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার তর্ত্তিপুর গরুর হাট এলাকার রজবুল হকের ছেলে আব্দুল জলিল (২৬)। চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল-মুরাদ জানান, ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থানের গোপন খবরে সন্ধ্যা পৌনে ৬টায় আলডিাঙ্গার এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে আব্দুল জলিলকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১১ লক্ষ ৬৪ হাজার টাকা। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন র্যাব জানিয়েছে। জলিল একটি মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলেও জানায় র্যাব। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।