ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিবগঞ্জে ভারসাম্যহীন মহিলার কন্যা মুক্তির আকীকা দিলেন ইউএনও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী মহিলার জন্ম নেয়া কন্যা শিশু মুক্তির আকীকা সম্পন্ন হয়েছে। শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের প্রতিশ্রুত এই কন্যা শিশুর নাম মুক্তি রাখা হয় এবং শিশুর দায়িত্ব নিয়ে আকীকা দেয়ার কথাও জানিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সহায়তায় ২টি ছাগল জবেহ করে স্থানীয় দুঃস্থদের মাঝে মাংস বিতরণ করা হয়। আকীকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মকর্তা সুব্রত কুমার সরকার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা নুরুন নাহার, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হক, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য তোহিদুল আলম টিয়াসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। উল্লেখ্য, এবছর ১২ মার্চ সোমবার মুসলিমপুরে মানসিক ভারসাম্যহীন এই মহিলা প্রসব বেদনায় ছটপট করছে এমন অবস্থা দেখে স্থানীয় নাসিমা ও শাসসুর নাহার নামে দুই মহিলা তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ওই প্রতিবন্ধী মহিলা একটি কন্যা সন্তান প্রসব করে। মানসিক প্রতিবন্ধী মহিলা নাম, পরিচয় বলতে না পারায় বিষয়টি শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন, নবজাতক ও মায়ের খোঁজখবর নেন। শেষে চিকিৎসার খরচের জন্য নগদ তিন হাজার টাকা প্রদান করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ইউএনও’র বাসভবনে ভূমিষ্ট নবজাতক কন্যা শিশুটিকে পরম আদরে কোলে তুলে নেন। এছাড়াও প্রতিবন্ধি মা ও নবজাতক শিশুটির চিকিৎসার খরচের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। এবিষয়ে ইউএনও শফিকুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী নারী ও তার নবজাতকের জন্য আপতত উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি পরিবারকে দায়িত্ব দেয়া হয়েছে এবং তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে মানসিক প্রতিবন্ধী মা ও নবজাতক কন্যা শিশুটির দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়াও মা ও শিশুটির স্থায়ী বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেয়া হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, স্বাধীনতার মাসে জন্ম নেয়া নবজাতক শিশুটির নাম রাখা হয়েছে মমতাজ মহল মুক্তি।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |