শিবগঞ্জে মুক্তিযোদ্ধা মাইনুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরের বীর মুক্তিযোদ্ধা মাইনুল ইসলাম আর নেই। শনিবার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মুক্তিযোদ্ধা মাইনুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল আখের বিশ্বাস ওরেফে আখের পন্ডিতের ছেলে। রবিবার বিকেল সাড়ে ৩টার সময় শাহবাজপুর কেন্দ্রীয় ঈদগাহে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা সুলতান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার বজলার রশিদ সোনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মো. কেরামত আলী, শাহবাজপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, মোবারকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসাহাক মিয়া, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. তোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলার মুক্তিযোদ্ধা পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।