শিবগঞ্জে র্যাবের অভিযানে বিদেশী মদসহ আটক-১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর-সুজনপাড়ার মৃত ইসলাম আলী ছেলে মাজাহার ইসলাম (৪২)। র্যাব বুধবার দুপুর ১টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিভিত্তে জেলার শিবগঞ্জ উপজেলার গোলাপেরহাট সংলগ্ন জনৈক মোঃ খাইরুল ইসলামের রাইস মিলের সামনে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ মাজাহার ইসলামকে হাতেনাতে আটক করে। র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী জব্দকৃত বিদেশী মদসমূহ বিক্রয়ের উদ্দেশ্যে বাই সাইকেলে করে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।