শিবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটিকে সামনে রেখে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা কেন্দ্রীয় অস্থায়ী শহীদ মিনারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাত ফেরি বের হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, পৌর শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কারীবুল হক রাজিনসহ উপজেলা বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সাংস্কৃতিক গোষ্ঠি কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।