শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার শিবগঞ্জের আঞ্চলিক সড়কে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার মির্জাপুর মধ্যাপাড়ার মুকিম আলীর ৩ বছরে কন্যা অন্তরা। বুধবার সকালে দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর মিঠাপুকুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার এস.আই কামরুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টার দিকে পিতা-মাতার সাথে পায়ে হেটে পাশের গ্রামের মামার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল শিশুটি। এসময় সামনে থেকে একটি ট্রাক আসলে তার পিতা-মাতা দু’জন সড়কের দুপারে হয়ে যায়। এসময় শিশু অন্তরা তার পিতার সাথে ছিল। ট্রাক চলে যাবার পর সে মায়ের দিকে আসার জন্য রাস্তা পার হবার চেষ্টা করে। এসময় পেছন থেকে আসা একটি ইট বোাঝাই ট্রাক্টর-ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। তিনি আরো বলেন, পুলিশ দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও ট্রলি আটক করে। পরে অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।