শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব। বৃহষ্পতিবার দুপুরে নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের বাসভবনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ গিয়ে তাঁর হাতে সম্মাননা স্মারকের ক্রেস্ট তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোহা. সফিকুল ইসলাম, সহ-সভাপতি নুরতাজ আলম, সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, কোষাধ্যক্ষ এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ, প্রচার-দপ্তর-সাহিত্য সম্পাদক রিপন আলি রকি, সদস্য জিয়াউল হক, ফরহাদ আলী, জাইদুল হক, এইচ.এম সারওয়ার রফিক সোহেল। সম্মাননা স্মারক গ্রহণকালে নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, জেলা শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত গত ২৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামকে সম্মাননা পুরস্কার প্রদান করেন।