শিশুরা শুধু আগামী দিনের ভবিষ্যৎ নয় ; শিশুরা অমূল্য বর্তমানেও শিশু একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : শিশুরা অমিত সম্ভাবনার আধার। প্রতিটি শিশু স্বতন্ত্র। তাদেও চিন্তা চেতনা , জ্ঞান পিপাসা, অন্বেষা, শিক্ষা , আলাদা। প্রতিটি শিশুর মধ্যে লুক্কায়িত সব মনি মুক্তা আমাদের বের করে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শিশুদের শুধু আগামী দিনের ভবিষ্যৎ বললে কম বলা হয়, তাদের বর্তমনি সম্ভাবনাকে অস্বীকার করা হয়। তারা শুধু আগামী দিনের ভবিষ্যৎ নয়, অমূল্য বর্তমানও। তাই শিশুদেওর উপযুক্ত পরিবেশে বিকাশ লাভের ও বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। মেহেরপুরে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব -২০২৩ উপলক্ষে উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এসব কথা বলেন।
আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মো.আইয়ূব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
এসময় জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান, মেহেরপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ নূরুল আহমেদ প্রমুখ। গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারী ও গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু সাংস্কৃতিক উৎসবের অনূভুতি উপস্থাপন করেন।
উদ্বোধন শেষে মুজিবনগর উপজেলা দল, গাংনী উপজেলা দল , জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ দল, ও মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় দলের পরিবেশনায় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। শিশু শিল্পীদের পরিবেশনায় কোরাস, গান, নাচ, কবিতা আবৃত্তি দর্শকদের মন কেড়ে নেয়।