ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিশু শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা অভিভাবকদের উচ্ছ্বাস

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:মেধা যাচাইয়ের লক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে পড়ুয়া শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ ডিসেম্বর উপজেলার নিকরাইল ইউনিয়নের মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করেন আলহাজ¦ আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্ট।

সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বেলা ১২ টা পর্যন্ত ২ ঘণ্টা বৃত্তি পরীক্ষা চলে। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রণির ৬১৫ জন শিশু শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষা অংশ নেন। বৃত্তি পরীক্ষার হলে প্রত্যেক শিশু পরীক্ষার্থীকে একটি করে কলম উপহার দেওয়া হয়। এদিকে, কেন্দ্রের বাহিরে থাকা অপেক্ষারত শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস।

্বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, আলহাজ¦ আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোমেন সরকার, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল করিম মেম্বার প্রমুখ।

আলহাজ¦ আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার বলেন, ২০১৯ সাল থেকে বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছি। করোনাকালে ২ বছর বন্ধ ছিল। করোনা কাটিয়ে তারই ধারাবাহিকতায় এবারও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। বিগত বছরের তুলনায় এবার বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। আগামী বছরে তৃতীয় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে

You must be Logged in to post comment.

আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |