শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বোদা উপজেলা কমিটি গঠিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বোদা উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বোদা উপজেলা ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর মহাসচিব কে,এম শহিদ উল্যা স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মিরাজ ইসলাম মিঠুকে সভাপতি এবং জুলফিকার আলী জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৮ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ৪ জনকে, সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৪ জন সহ মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।