ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শেরপুরে গ্যাস সিলিন্ডারের আগুন কেড়ে নিলো স্বামী স্ত্রীর প্রাণ

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় গত ১৫ নভেম্বর বুধবার রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে রকিবুল ইসলাম রকি (৩৭) ও তার স্ত্রী মিম (২৮) এর গায়ে আগুন লেগে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর রোববার দুপুরে তারা মারা যায়।
জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকার ওয়াহেদ মাস্টারের ছেলে রকিবুল ইসলাম রকির স্ত্রী মিম খাতুন গত ১৫ নভেম্বর বুধবার সকালে রান্না করতে গিয়ে ঘরের মধ্যে গ্যাসের গন্ধ পায়। পরে মিম তার স্বামীকে ডাক দেয় এবং রকি কিছু বুঝে উঠার আগেই চুলার সুইচ দেয় এবং সাথে সাথে তাদের শরীরে আগুন লেগে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় সেখানে তাদের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করেন। সেখানে ৪ দিন চিকিৎসার পর ১৯ নভেম্বর রোববার দুপুর ১২ টার দিকে তারা মারা যায়।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |