শেরপুরে চাকরী দেয়ার নামে প্রতারণা থানায় অভিযোগ


বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি:চাকরী দেয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ঢাকা শেরে বাংলা নগর ইন্দ্রিরা রোডে অবস্থিত গালফ সিকিউরিটি সার্ভিসেস এর এ্যাডমিন অফিসার -মোঃ এনামুল হক তাপুর (৪৫) বিরুদ্ধে। ২৮ জানুয়ারী শনিবার রাতে সারোয়ার জাহান নামের এক ভুক্তভোগী শেরপুর থানায় উক্ত অভিযৈাগটি করেন।
জানা যায়, গাড়িদহ ইউনিয়নের ইসমাইল হোসেনের ছেলে সারোয়ার জাহান, আবু স্ঈাদের ছেলে মিলন ইসলাম, মহিপুর গ্রামের গৌর গোপালদত্তের ছেলে ইন্দ্রজিৎদত্ত, বিশালপুর ইউনিয়নের ভায়রা গ্রামের ইয়াছিন আলীর ছেলে গোলাম মোস্তফা, ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম বগুড়া সদর উপজেলার বুজরুকবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাকের কাছ থেকে বিগত ২০১২ সালের ১৬ মে ঢাকা শেরে বাংলা নগর ইন্দ্রিরা রোডে অবস্থিত গালফ সিকিউরিটি সার্ভিসেস এর এ্যাডমিন অফিসার মোঃ এনামুল হক তাপু আউট সোসিং নীতিমালা অনুযায়ী বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরী দেয়ার কথা বলে ২৫ লাখ টাকা গ্রহন করে। তাদের সকল প্রকার কাগজপত্র ও ছবিও নিয়ে নেয় সে। কিন্তু এখন পর্যন্ত কাউকেই সরকারী কোন দপ্তরে কোন পদে চাকুরীর ব্যবস্থা করে নাই। দীর্ঘদিন অতিবাহিত হইলে সে আমাদের কোন চাকুরী ব্যবস্থা না করায় তারা বিবাদীর নিকট হইতে বার বার টাকা ফেরত চাইলে বিভিন্ন তারিখ দিয়া সময় ক্ষেপন করতে থাকে।
টাকা গ্রহন করার এক বছর পর থেকে এনামুল হক তাপুর মোবাইল নম্বর দুটি(০১৭১১১৮৭৪৪৮ ও ০১৯১১৩০৪৫৭৭) বন্ধ থাকায় তার সাথে কেউ যোগাযোগ করতে পারছেনা। এ ঘটনায় সারোয়ার জাহান বাদি হয়ে গালফ সিকিউরিটি সার্ভিসেস এর এ্যাডমিন অফিসার -মোঃ এনামুল হক তাপুর বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, চাকরী দেয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করার অভিযোগ পেয়েছি। অভিযুক্ত কে খোজার জন্য অনুসন্ধান করা হচ্ছে।