ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শেরপুরে জমিজমা নিয়ে মারধরের ঘটনায় আহত ৩ থানায় অভিযোগ

বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের চৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামে জমিজমার বিরোধের জের ধরে ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মারধরে ৩ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় দবুর শেখ(৪৫), অবুর শেখ (৩৫), হাতেম আলী (৩০), বারিক (৩৫), জোসনা বিবি (৩২), বানিয়া বেগম (২৩), মর্জিনা খাতুন (২৮) ও ফিরোজ হোসেন (১৮) এর বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে খয়বর আলীর সাথে এই গ্রামের মৃত কেশমত শেখের ছেলে দবুর শেখ ও অবুর শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে ৩০ ডিসেম্বর শুক্রবার বিকালে গ্রামের মাতব্বরগণ সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে তাদের জায়গা নির্ধারণ করে দিয়ে চলে যায়। তার কিছুক্ষন পর দবুর শেখ ও অবুর শেখ খয়বর কে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে দবুর ও অবুর সহ উল্লেখিত ব্যক্তিরা বাড়ির ভিতরে এসে দেশীয় অস্ত্র দিয়ে খয়বরের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় খয়বরের স্ত্রী ও ছেলে বাধা দিলে তাদেরকেও এলোপাথারীভাবে লাঠি দিয়ে মারতে থাকে। লাঠির আঘাতে খয়বরের স্ত্রী ফুলেরা খাতুন মাটিতে পড়ে গেলে বুক ও তলপেটে লাথি ও ঘুষি মারতে থাকে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা তাদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই খয়বরের ছেলে ফুল মিয়া বাদি উল্লেখিতদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মারামারি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

You must be Logged in to post comment.

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |