ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শেরপুরে নিখোঁজের ৫দিন পর চাতাল শ্রমিকের লাশ উদ্ধার

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আন্দিকুমড়া গ্রামে নিখোঁজের ৫দিন পর বাড়ির পাশে একটি চাতালের উপর থেকে ২৬ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাতে আব্দুল মান্নান (৩৮) নামের এক চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের চাতাল শ্রমিক আব্দুল মান্নান গত ২১ অক্টোবর সকালে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর থেকে নিখোঁজ ছিল। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিলনা। ২৬ অক্টোবর বৃহস্পতিবার রাত ৩টার দিকে স্থানীয়রা শামছুল মেলেটারীর চাতালের উপর আব্দুল মান্নানের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার শাহা বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না দতন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |