ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শেরপুরে লেখক-শিল্পী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়া শেরপুরে গত শনিবার শেরপুর সংস্কৃতি পরিষদ এর আয়োজনে শহরের প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজ চত্তরে লেখক-শিল্পী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জনপদের লেখক-শিল্পী ও সুধীজনদের একে অপরের সাথে পরিচয় ঘটিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনকে আরও বেগবান করার এক অনুপম ইচ্ছে নিয়ে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়েছিল।
সকাল ৯টায় স্থানীয় লেখক-শিল্পী ও সুধীজনেরা জমায়েত হতে থাকে উৎসব স্থলে। ধীরে ধীরে বিভিন্ন জেলা থেকে অতিথিরা আসতে থাকেন। সকাল ১০টার আগেই লেখক-শিল্পী ও সুধীজনদের পদচারণায় কানায় কানায় ভরে ওঠে অনুষ্ঠান স্থল। তিন শতাধিক মানুষের এক মিলনমেলায় পরিনত হয়ে ওঠে পুরো কলেজ চত্তর। বেলা ১১টায় সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন এর সভাপতিত্বে শুরু হয় উদ্বোধনী পর্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম সাহিত্য সংগঠন কবিকুঞ্জ রাজশাহী এর সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আলমগীর মালেক, মিতা নূর, অনীক রহমান বুলবুল, পারভেজ বাবুল, সংগঠনের উপদেষ্টা ডা. মো. রায়হান ও শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক লতিফ আদনান, শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার। এ পর্বের উপস্থাপনায় ছিলেন কবি এইচ আলীম।
অনুষ্ঠানের ২য় পর্বে ছিল সংগীত ও নৃত্য পরিবেশন, সাহিত্য-সংস্কৃতির আলোচনা। এছাড়া বিভিন্ন বিষয়ে প্রায় অর্ধ শত গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত। এই পর্ব পরিচালনা করেন শেরপুরের সুর সারগাম সংগীত বিদ্যালয়ের পরিচালক আব্দুল আলীম, রোজিনা আলীম, বিমল কবিরাজ ও প্রনব কান্তি সান্যাল।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |