শেরপুরে লেখক-শিল্পী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়া শেরপুরে গত শনিবার শেরপুর সংস্কৃতি পরিষদ এর আয়োজনে শহরের প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজ চত্তরে লেখক-শিল্পী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জনপদের লেখক-শিল্পী ও সুধীজনদের একে অপরের সাথে পরিচয় ঘটিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনকে আরও বেগবান করার এক অনুপম ইচ্ছে নিয়ে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়েছিল।
সকাল ৯টায় স্থানীয় লেখক-শিল্পী ও সুধীজনেরা জমায়েত হতে থাকে উৎসব স্থলে। ধীরে ধীরে বিভিন্ন জেলা থেকে অতিথিরা আসতে থাকেন। সকাল ১০টার আগেই লেখক-শিল্পী ও সুধীজনদের পদচারণায় কানায় কানায় ভরে ওঠে অনুষ্ঠান স্থল। তিন শতাধিক মানুষের এক মিলনমেলায় পরিনত হয়ে ওঠে পুরো কলেজ চত্তর। বেলা ১১টায় সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন এর সভাপতিত্বে শুরু হয় উদ্বোধনী পর্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম সাহিত্য সংগঠন কবিকুঞ্জ রাজশাহী এর সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আলমগীর মালেক, মিতা নূর, অনীক রহমান বুলবুল, পারভেজ বাবুল, সংগঠনের উপদেষ্টা ডা. মো. রায়হান ও শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক লতিফ আদনান, শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার। এ পর্বের উপস্থাপনায় ছিলেন কবি এইচ আলীম।
অনুষ্ঠানের ২য় পর্বে ছিল সংগীত ও নৃত্য পরিবেশন, সাহিত্য-সংস্কৃতির আলোচনা। এছাড়া বিভিন্ন বিষয়ে প্রায় অর্ধ শত গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত। এই পর্ব পরিচালনা করেন শেরপুরের সুর সারগাম সংগীত বিদ্যালয়ের পরিচালক আব্দুল আলীম, রোজিনা আলীম, বিমল কবিরাজ ও প্রনব কান্তি সান্যাল।