শেরপুরে সড়ক দুর্ঘটনার নিহত ১


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:হাট থেকে ছাগল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (৬০) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের খেজুরতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী বেলাল হোসেন শেরপুর শহরের উত্তরসাহাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে ।
সরেজমিনে জানা যায় , ১৭ অক্টোবর ২০২৩ (মঙ্গলবার) তিনি চান্দাইকোনা হাট থেকে ছাগল কিনে নিয়ে অটোভ্যানে যোগে শেরপুরে ফিরছিলেন। পথিমধ্য শেরপুর পৌর শহরের খেজুরতলা এলাকায় পৌছালে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান অটো ভ্যান কে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এবিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।