শেরপুর উপজেলা প্রেসক্লাব থেকে আবু বকর সিদ্দিককে বহিস্কার


বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি:সংগঠন নিয়ম বহির্ভুত কর্মকান্ড ও বিভিন অনৈতিক কাজের সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য আবু বকর সিদ্দিককে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের জরুরী বৈঠকে কার্যনির্বাহি পরিষদের সর্ব সম্মতিক্রমে বহিস্কার করা হয়েছে।
শেরপুর উপজেলা প্রেসক্লাব সূত্রে জানা যায়, আবু বকর সিদ্দিক সরকারি চাকরী দেয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে লাখ লাখ টাকা গ্রহন, সাংবাদিকতার নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, নারী কেলেংকারী সহ বিভিন্ন অনিয়ম করায় গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহি পরিষদের সকলের সিদ্ধান্তক্রমে তাকে কারন দর্শানোর নোটিস পাঠানো হয়। নোটিশ পাওয়ার নির্ধারিত তারিখের পরও কোন জবাব না দেয়ায় ২৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহি পরিষদের সর্ব সম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ২৬(ঘ) ধারায় আবু বকর সিদ্দিককে বহিস্কার করা হয়।
এ ব্যাপারে শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার বলেন, আবু বকর সিদ্দিক সাংবাদিকতার নামে বিভিন্ন অপকর্ম ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ড করায় তাকে বহিস্কার করা হয়েছে। এমতাবস্থায় আবু বকর সিদ্দিক যদি শেরপুর উপজেলা প্রেসক্লাবের নাম পরিচয় ব্যবহার করে কোন অনৈতিক কর্মকান্ড করলে শেরপুর উপজেলা প্রেসক্লাব দায়ী থাকবেনা।