শোক-সংবাদ সময় টিভির কিশোরগঞ্জ প্রতিনিধির মৃত্যুতে বিএমএসএফ’র শোক


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সময় টিভির কিশোরগঞ্জ প্রতিনিধির মৃত্যুতে (বিএমএসএফ’র)-দিনাজপুরের চিরিরবন্দর-খানসামা উপজেলা শাখার শোক: ২ মার্চ সময় টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি বাবলু আহমদ (কেনু) ভাই জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে (বিএমএসএফ)-দিনাজপুরের চিরিরবন্দর-খানসামা দু’ উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এক শোক বিবৃতিতে (বিএমএসএফ’র)-কেন্দ্রীয় নিবা’হী সদস্য সাংবাদিক ফজলুর রহমান, বলেন বাবলু আহমেদ’র মৃত্যুতে দেশ একজন উদীয়মান সাংবাদিককে হারাল।