শৈলকুপায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়


মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৩টার দিকে
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার এনায়েত হোসেন, স্পন্দন ও মুভি বাংলা টেলিভিশনের মাসুদুজ্জামান লিটন, ইনকিলাবের শিহাব মল্লিক,আজকালের খবর ও একাত্তর টিভির এইচ এম ইমরান, ভোরের কাগজ ও ৭১ বাংলা টেলিভিশনের মনিরুজ্জামান সুমন,মুক্ত খবরের শহিদুজ্জামান বাবু, এই আমার দেশের চঞ্চল মাহমুদ, খোলা কাগজের রাজিব মাহমুদ টিপু, মানবকণ্ঠের এম বুরহান উদ্দীন, অধিকারের রয়েল আহমেদ, ভোরের আলোর মো. আরজু, বাংলা ৭১ পত্রিকার শেখ ইমনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে নবাগত ইউএনও সকল ধরনের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের পক্ষ থেকে তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।