শৈলকুপায় পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে অন্তর নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাঠপাড়ার হুজুর আলীর ছেলে অন্তর তার চাচাতো ভাই সোহানের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে অন্তরকে না দেখতে পেয়ে খোজাখুজি শুরু করে। একপর্যায়ে পুকুরের একপাশে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত অন্তর শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থীর ছিলো।