শৈলকুপার আবাইপুর গণহত্যা দিবসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান


মনিরুজ্জামান সুমন:১৪ অক্টোবর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর রক্তক্ষয়ী যুদ্ধে ১৮ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আবাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাসের সুযোগ্য পুত্র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে বাংলার সাহসী বীর সন্তানরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করি তারা আজ শহীদ। শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের খোঁজখবর রাখা উচিৎ। আগামী দিন দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের সঠিক মূল্যায়ন করা উচিৎ।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে অবহেলিত মুক্তিযোদ্ধা পরিবার ও এলাকার সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি তিনিও ব্যক্তিগতভাবে কাজ করবেন বলে ওয়াদা করেন। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার গোলাম মোস্তফা লোটন, সাবেক উপজেলা কমান্ডার মনোয়ার হোসেন মালিতা, ডেপুটি কমান্ডার মেহের আলী ও বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধারা বলেন, আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক পেলে তাকে বিজয়ী করতে ১৯৭১ সালের মত আবারো নবীনদের সাথে নিয়ে ঝাপিয়ে পড়বেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।