শৈলকুপার জনগনের ভালোবাসায় সিক্ত হলেন আ’লীগ নেতা নজরুল ইসলাম দুলাল বিশ্বাস


মনিরুজ্জামান সুমন:হাজার হাজার জনগনের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স এবং দৈনিক কালবেলা মিডিয়ার এমডি নজরুল ইসলাম দুলাল।
তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের এমপি আব্দুল হাই এর সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভা শেষে নজরুল ইসলাম দুলাল বিশ্বাসকে অভ্যর্থনা জানাতে শৈলকুপার ভাটই বাজারে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে নেতা কর্মীদের জমায়েত শুরু হয়। এরপর বিকেলে ভাটই বাজার থেকে তাকে ফুল দিয়ে বরণ করে প্রথমে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনা হয়। সেখানে সংর্বধনা দিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। পরে মনোহরপুর ও বগুড়া ইউনিয়ন হয়ে তার নিজ গ্রাম আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়ায় নিয়ে যায় নেতাকর্মীরা।
এসময় জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড, আজাদ রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত এই সহ-সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।
তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনায় নড়েচড়ে বসতে শুরু করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এতে করে সাধারণ ভোটারদের মাঝেও উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।