শৈলকুপার ফুলহরি গ্রামের প্রতিবন্ধী যুবতীর সন্তানের বাবার পরিচয় পাওয়া গেছে


মনিরুজ্জামান সুমনঃ ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামে গত ৭/৮ মাস আগে প্রতিবন্ধী যুবতীর সাথে অনৈতিক কাজ করায় সে অন্তঃস্বত্বা অতঃপর প্রায় একমাস আগে সন্তান প্রসবের ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এলাকা জুড়ে।
জানা যায়,গত ২১ দিন আগে শারীরিক প্রতিবন্ধী যুবতী মেয়েটি ঝিনাইদহ সদর হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদ মেডিকেলে রেফার্ড করে সেখান থেকে সুস্থ হয়ে মেয়েটি সুস্থ সুন্দর ছেলে সন্তান নিয়ে বাড়ীতে ফিরেছে। কিন্তু কেউ জানেনা এই সন্তানের বাবা কে,কেউ এর দায়ভার নিতে চায় না।
অনেক আলোচনা সমালোচনার পর বৃহস্পতিবার রাতে এই সন্তানের বাবার সন্ধান মিলেছে।
ইতিমধ্যে এই সন্তানের পিতার বন্ধু এক (সহযোগী) কে আটক করেছে এলাকাবাসী। আটককৃত ব্যক্তির ভাষ্যমতে সন্তানের পিতার বাড়ি একই ইউনিয়নের দেবিনগর গ্রামে। সে ওই গ্রামের মৃত ইশারত বিশ্বাসে ছেলে আব্বাস বিশ্বাস। গতকাল রাতে ঘটনাস্থলে পুলিশে এসে কালপিটের সহযোগীকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এর আগে এ ঘটনায় থানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।
ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, প্রতিবন্ধী যুবতী মেয়ের সাথে অনৈতিক কাজ করানোর সহযোগীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে যে এই ঘটনার সাথে জড়িত সে পলাতক রয়েছে।