শৈলকুপার শেখপাড়া এলাকার মাদক সম্রাট ফিরোজ গাঁজাসহ আটক


মনিরুজ্জামান সুমন, জেলা প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ফিরোজ বিশ্বাস (৩৮) আটক হয়েছে।
বুধবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্স সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শেখপাড়া পদমদী এলাকার মৃত সিরাজ বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ীদের গডফাদার ফিরোজ বিশ্বাসের বসতঘর তল্লাশী করে ৫০০ গ্রাাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যাহার নম্বর ০৭, তারিখ -০৭/০৩/১৮ইং। রেইডিং পাট্রির অন্যান্য সদস্য হলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, সাইদুল হক,জি.এম শহীদুল ইসলাম ও জেলা পুলিশ লাইনের ৩জন পুলিশ সদস্য।