শৈলকুপায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ থেকে: ঝিনাইদহের শৈলকুপায় উমেদমুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। রবিবার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিন শেষে ডিগ্রী কলেজের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধুর শেক মুজিবুর রহমানের ছবি ভাংচুরের মতো ঘৃনিত কাজের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আ্ওতাই এনে কঠোর শাস্তি দাবি করেন। সেই সাথে পুলিশ প্রশাসনের কাছে অপরাধীদের বিরুদ্ধে মামলা হওয়ার জোর দাবি করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা করবেন বলে হুশিয়ারী দেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন চেয়ারম্যান শিকদার, উপজেলা ভাইস শামীম হোসেন মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রাজীব বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সাভাপতি দিনার বিশ্বাস, সাবেক সভাপতি রেজাইল ইসলাম রাজু, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা, অ্াওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।