ঢাকা, মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শৈলকুপায় ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ: গ্রেফতারের দাবীতে মানববন্ধন 

মনিরুজ্জামান সুমনঃ পিতার জন্ম সনদে স্বাক্ষর নিতে গিয়ে এক এসএসসি পরিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পলাতক আনোয়ার হোসেনকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সাধারণ জনতা। রবিবার বিকাল ৩টায় উপজেলার কাতলাগাড়ী নতুন বাজারে এ মানববন্ধনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় নারী পুরুষ একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বৃহস্পতিবার সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মোজাহার শেখের পুত্র ইউনিয়ন আওয়ামীলীগের স্থানীয় নেতা ও বর্তমান ১ নং ওয়ার্ডের মেম্বর আনোয়ার হোসেনের বাড়িতে ধর্ষিতা তার পিতার জন্ম সনদে স্বাক্ষর দেওয়ার কথা বলে দোতলার একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে বলে অভিযোগ করে। পরে ভুক্তভোগী কিশোরী বাড়ি ফিরে তার পরিবারের নিকট জানালে ভিকটিমের মা লাভলী খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে। ১০ দিন অতিবাহিত হলেও আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শৈলকুপা থানার তদন্ত ( ওসি) মামলার তদন্ত কর্মকর্তা ওসি ঠাকুর দাস মন্ডল জানান, সারুটিয়া ইউনিয়নে এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের ঘটনায় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার সহযোগি হাসানের  বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

You must be Logged in to post comment.

রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |     গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত     |     কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না টাঙ্গাইলে ভুট্টায় পোকার আক্রমণ! দিশেহারা কৃষকরা     |     ঘাটাইলে অটোরিক্সা মোটর সাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত     |     ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা: আহত ৩     |     মেহেরপুরে শিল্পকলা একাডেমির গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত     |     গাংনীতে ভ্রাম্যমান আদালতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জামাই শ্বশুরের জরিমানা     |