ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় জমি বিক্রির নামে টাকা আত্মসাতের পায়তারা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহের শৈলকুপায় জমি বিক্রির নামে টাকা আত্মসাতের পায়তারা করছে এক প্রতারক। জমি রেজিষ্টি বা টাকা ফেরত দেওয়ার কথা বললে উল্টো সংখ্যালঘু নির্যাতনের মামলা দেওয়ার হুমকি দিচ্ছে তন্ময় মজুমদার নামে ওই ব্যক্তি। এদিকে এর বিচার চেয়ে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামের মৃত বজলু খাঁর ছেলে মাহাতাব খাঁ অভিযোগ করে বলেন, ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি একই গ্রামের তন্ময় মজুমদারের কাছ থেকে জমি ক্রয়ের জন্য ২ লাখ ২০ হাজার টাকা দেন তিনি। সেমময় একটি স্ট্যাম্পে বায়নানামা করা হয়। কিন্তু টাকা নেওয়ার পর জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে বিভিন্নভাবে ঘুরাইতে থাকে। বিষয়টি নিয়ে বগুড়া ইউনিয়ন পরিষদে বিচার দিলে প্রতারক তন্ময় মজুমদার সেখানেও হাজির হননি। উল্টো বাড়িতে গেলে ভূমিহীন মাহাতাবকে মারধর করতে আসে। সেই সাথে সংখ্যালঘু নির্যাতদের মামলা দিয়ে হয়রানিরও হুমকি দেয়। পরবর্তীতে তিনি শৈলকুপা থানায় অভিযোগ করেন। সেবারও তিনি থানায় হাজির না হয়ে উল্টো হুমকি দিচ্ছে বার বার।
ভুক্তভোগী মাহাতাব খাঁ বলেন, প্রতারক তন্ময় মজুমদার সংখ্যালঘুর ফাঁয়দা লুটে আমার টাকা আত্মসাত করার চেষ্টা করছে। আমি প্রতারক তন্ময়ের বিচার দাবী করছি।
এ ব্যাপারে অভিযুক্ত তন্ময় মজুমদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয় যায়নি।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |