শৈলকুপায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়


মনিরুজ্জামান সুমনঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী উপজেলায় কর্মরত সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বনী আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি মাসুদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক শিহাব মল্লিকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে নবাগত ইউএনও সকল ধরনের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের পক্ষ থেকে তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।