ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শৈলকুপায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মনিরুজ্জামান সুমনঃ “সকল মানুষের ইচ্ছায় হোক, স্বেচ্ছায় রক্তদান” শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০২২ পালিত হয়েছে। শনিবার সকালে শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসেন।
কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন শৈলকুপা উপজেলা শাখা।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবকর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশনের পরামর্শক ফজলুর রহমান, বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশনের পরামর্শক ডাঃ আমিরুল ইসলাম, কামরুল ইসলাম, গোলাম ফারুক ও ইব্রাহিম খলিল।
আরো উপস্থিত ছিলেন, ব্লাড ডোনার এসোসিয়েশন এর এডমিন খন্দকার আতিকুজ্জামান শাহিন, নির্মল কুমার দে, নাজমুল এইচ খান, নিঃস্বার্থ মমিন, মুখতার হুসাই,  কবিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান (টুটুল) ও ডিএম কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও শৈলকুপা আঞ্চলিক কথা কওয়া গুষ্টি, দলিলপুর ব্লাড গ্রুপ ও রক্তদাতা সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |