শৈলকুপায় ভাইয়ের হাতে ভাই খুন!


মনিরুজ্জামান সুমনঃ ঝিনাইদহের শৈলকুপা চাচাতো ভাইদের লাঠির আঘাতে আমজাদ হোসেন মন্ডল (৫০) নামের একজন নিহত হয়েছে। সে পৌর এলাকার খালকুলা গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির জমাজমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভায়েরা আমজাদ মন্ডলকে বেধড়ক মারপিট করে। সে সময় তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মৃত্যু বরণ করেন।
নিহত আমজাদ মন্ডল পেশায় রাজমিস্ত্রী ও কৃষিকাজের সাথে জড়িত ছিল বলে স্থানীয়রা জানায়।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পৌরসভার খালকুলা গ্রামে আমজাদ হোসেন মন্ডল নামে একজন নিহত হয়েছে। হত্যা মামলা দায়েরে প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে মৃত্যুর খবর পেয়ে আসামীরা আগেই এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।