ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শৈলকুপায় রাতের আধারে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমান

মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ১ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় জমির মালিক ও মাটি ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন, গোবিন্দপুর গ্রামে কৃুষিজমি থেকে অবাদে রাতের আধারে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। যেকারনে রাস্তা-ঘাট ও ব্রীজ ভেঙে যাচ্ছে, এমন অভিযোগ করেন গ্রামবাসী। গ্রামবাসীদের এমন অভিযোগের প্রেক্ষিতে শৈলকুপা থানা পুলিশের সহযোগীতায় সেখানে অভিযান চালানো হয়। সেসময় মাটি ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ঠ বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জমির মালিক কামিরুল কে ৫০ হাজার টাকা ও মাটি ব্যবসায়ী শহিদুল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানায়, শৈলকুপার কোথাও অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |     পার্বতীপুরে ট্টাক উল্টে বিদ্যুতের খুটিতে            |