ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শৈলকুপায় রাতের আধারে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমান

মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ১ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় জমির মালিক ও মাটি ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন, গোবিন্দপুর গ্রামে কৃুষিজমি থেকে অবাদে রাতের আধারে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। যেকারনে রাস্তা-ঘাট ও ব্রীজ ভেঙে যাচ্ছে, এমন অভিযোগ করেন গ্রামবাসী। গ্রামবাসীদের এমন অভিযোগের প্রেক্ষিতে শৈলকুপা থানা পুলিশের সহযোগীতায় সেখানে অভিযান চালানো হয়। সেসময় মাটি ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ঠ বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জমির মালিক কামিরুল কে ৫০ হাজার টাকা ও মাটি ব্যবসায়ী শহিদুল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানায়, শৈলকুপার কোথাও অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |