ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শৈলকুপায় সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ থেকে: সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামে।
জানা যায়, রাজনগর গ্রামের সামাজিক মাত্বব্বর রইচ বিশ্বাস ও সাইফুল মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় গ্রুপের লোক জন দেশীয় তৈরি অস্ত্র-ঢাল, সড়কি, রামদা,লাঠি-সটা নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এসময় সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতরা হলো, রাজনগর গ্রামের কাসেম মোল্যা, জায়বার মোল্যা, লিটন, শফি মোল্যা ,ফুরকান, বাবুল, পাপুল, হায়দার জদ্দার ও তুলি খাতুনসহ ১০ জন। আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা) সার্কেলের এএসপি তারেক আল মেহেদী জানান, রাজনগর গ্রামে সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীতে মরহুম গোলাম সরোয়ার ভলিবল টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত জামজামিকে হারিয়ে ঢেপা চ্যাম্পিয়ন     |     রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |