ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ থেকে: সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামে।
জানা যায়, রাজনগর গ্রামের সামাজিক মাত্বব্বর রইচ বিশ্বাস ও সাইফুল মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় গ্রুপের লোক জন দেশীয় তৈরি অস্ত্র-ঢাল, সড়কি, রামদা,লাঠি-সটা নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এসময় সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতরা হলো, রাজনগর গ্রামের কাসেম মোল্যা, জায়বার মোল্যা, লিটন, শফি মোল্যা ,ফুরকান, বাবুল, পাপুল, হায়দার জদ্দার ও তুলি খাতুনসহ ১০ জন। আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা) সার্কেলের এএসপি তারেক আল মেহেদী জানান, রাজনগর গ্রামে সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |