শৈলকূপায় চুরি,ছিনতাইসহ নানা অপকর্ম ঠেকাতে থানা পুলিশের ব্যাতিক্রম উদ্যোগ


মনিরুজ্জামান সুমনঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপকর্ম ঠেকাতে ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে শৈলকুপা থানা পুলিশ। কিশোর গ্যাং এর সাথে জড়িতদের হুশিয়ারী দিয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রাত ১১টার পর থেকে শৈলকুপা থানা এলাকার মধ্যে একা বা সংঘবদ্ধ ভাবে বাড়ীর বাহিরে রাস্তাঘাটে ও বাজারে বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করা সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করা হলো। যদি কেউ অযথা সন্দেহজনক ভাবে রাতে আড্ডা বা ঘুরাঘুরি করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের হুশিয়াড়ী দেন ওসি। এছাড়াও তিনি কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে ও আত্মহত্যা সম্পর্কে অবহতি করার লক্ষ্যে বিভিন্ন হাটে বাজারে,পাড়া মহল্লায় ও গ্রামে গ্রামে যেয়ে সচেতন করতে সাধারণ মানুষের সাথে মত বিনিময়সভা করছেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ আমিনুল জানান, উঠতি বয়সী কিশোর এরা দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে। তারা মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। সংঘবদ্ধ ভাবে এরা রাতে বের হয়। সারারাত মোবাইল, টিউবওয়েল, ইজিবাইকের ব্যাটারীসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে। যেকারণে রাতে সকল জনসাধারণের বিনা প্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি করা থেকে নিরউৎসাহ করা হয়েছে। যদি কেউ রাতে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানায়, যদি সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে ও নানা অপকর্ম অনেকটা রোধ করা সম্ভব হবে।