ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শৈলকূপায় মেম্বারের নেতৃত্বে একজনকে কুপিয়ে জখম,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ 

মনিরুজ্জামান সুমনঃ ঝিনাইদহের শৈলকূপার কাঁচেরকোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধর্মপাড়া গ্রামের  মেম্বার সাহেব আলীর নেতৃত্বে আশরাফ আলী (৪৮) নামে একজনকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে। আশরাফ আলী ধর্মপাড়া গ্রামের আজাদ মাস্টারের ছেলে।
আহত আশরাফ জানান,গত কয়েকমাস আগে সাহেব আলী মেম্বার তার কাছে চাঁদা দাবী করে।চাঁদা দাবির ঘটনায় তিনি মামলা দায়ের করেন। এরপর আশরাফের বাড়ীতে হামলা করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে সাহেব আলী ও তার লোকজন। এনিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধার দিকে তিনি আত্বীয়বাড়ী পাশ্ববর্তী জেলা কুষ্টিয়ার কুমারখালি উপজেলার  মহননগর থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় পথে মধ্যে ওৎ পেতে থাকা সাহেব আলী ও তার লোকজন ধর্মপাড়া গ্রামের আলীম,লুকমান,তরিকুল, সেলিম, স্বপন,হেলাল, নুরাল,মকুল,জাহিদ,নজরুল,আরিফ শাহিন বিত্তিপাড়া গ্রামের,ইব্রাহিম,রবিসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্র – সস্ত্র নিয়ে তার উপর হামলা করে কুপিয়ে দুই পা- হাত কুপিয়ে জখম করে। এছাড়া হাতুড়ি দিয়ে বেধড়ক শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয়।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |