যশোরে শুরু হয়েছে তিনদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা


এস এম হাবীব, যশোর প্রতিনিধি : যশোরে শুরু হয়েছে তিনদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। সোমবার রাতে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দীন ও যশোরের সিভিল সার্জন দিলীপ কুমার রায়।মেলায় যশোরের বিভিন্ন সরকারি দপ্তরের ই-সেবার বিভিন্ন দিক উপস্থাপনের মাধ্যমে পাঁচটি প্যাভিলিয়ন রয়েছে। মেলা উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনদিনের ডিজিটাল মেলা আগামী বুধবার বিকেলে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।