শ্যামনগরে সড়কে প্রাণ গেল এক মাদ্রাসা ছাত্রীর


সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জামিলা আক্তার মিম নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি কালভার্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জামিলা আক্তার মিম (১২) শ্যামনগর উপজেলার ভামিয়া পোড়াকাটলা গ্রামের সাইফুল ইসলামের কন্যা ।
স্থানীয়রা জানান, মিম তার খালার সাথে সকালে বাজার করে বাড়ি ফেরার সময় শ্রীফলকাটি কালভার্ট নামক স্থানে পৌছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।