শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিন্ডিংয়ে বাংলাদেশ

নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে ১টি করে ম্যাচ খেলেছে স্বাগতিক শ্রীলংকা ও বাংলাদেশ। গত ৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে লংকানরা। এরপর ৮ মার্চ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারে বাংলাদেশ। ভারত দু’টি ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছে।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদি হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, কুসল পেরেরা, উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিজ, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা ও নুয়ান প্রদীপ।