শ্রীলঙ্কাকে ফাইনালিস্ট ধরে ছাপানো হয়েছিলো স্টিকার!

নিউজ ডেক্স : নিদাহাস ট্রফিতে নিজের চার ম্যাচের তিনটিতে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আরেক দলের ফাইনাল নিশ্চিত জন্য অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের উপর। যে দিলই জিতবে ফাইনাল খেলবে। তবে তার আগেই আয়োজরা শ্রীলঙ্কাকে ফাইনালিষ্ট ধরে ভারত-শ্রীলঙ্কার মধ্যমার ফাইনাল ম্যাচের স্টিকার ছেপেছে।
এমনই একটি স্টিাকার নিচের ফেববুকে পোষ্ট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।
শুক্রবার উত্তেজনার বারুদ ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের দুদান্ত জয়ে বাংলাদেশ উঠেছে ফাইনালে। বাংলাদেশ যে ফাইনালে উঠতে পারে সেটা লঙ্কানদের কল্পনাতেও ছিল না। আসলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতে মরিয়া ছিল শ্রীলঙ্কা।
রোববার বাংলাদেশের সঙ্গে তাদের ‘ডু অর ডাই’ ম্যাচের আম্পায়াররাও ছিলেন শ্রীলঙ্কান। ম্যাচের শেষ ওভারেই মিলেছে তাদের অপেশাদারিত্বের পরিচয়। শুধু বাইশ গজে নয়, মাঠের বাইরেও বিতর্কের ঝড় তুলল নিদাহাস ট্রফির আয়োজক দেশ শ্রীলঙ্কা।
আমন্ত্রিত অতিথিদের গাড়ির স্টিকার তারা ছাপিয়ে ফেলেছিলো ‘শ্রীলঙ্কা-ভারত ফাইনাল’ লিখে। তাতে স্পষ্ট যে, স্টিকারগুলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগেই ছাপানো এবং প্রচার করা হয়েছে। সবকিছুর চিত্রনাট্য যেন তৈরি করে রেখেছিলো লঙ্কানরা।
কিন্তু ‘বেরসিক’ মাহমুদুল্লাহ-সাকিব-তামিমরা স্বাগতিকদের আশার রোমাঞ্চে জল ঢেলে দিলেন! সবকিছুর দাঁতভাঙা জবাব তারা মাঠেই দিলেন।
লঙ্কানদের স্টিকার বিতর্কটা প্রকাশ্যে এনেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শ্রীলঙ্কা-ভারত ফাইনালে’র স্টিকারের ছবিটা প্রকাশ করে দিয়েছেন তিনি। যেটাকে হাস্যকর বল অভিহিত করেছেন দুর্জয়।